(এক)
আরবি ঘোড়ার খুরের তালে টগবগানো রুবাই,
রুক্ষ মরুভূমির মাঝে আনে শীতল দুবাই;
আত্মবোধের বহ্নিশিখায় ঝলসে ওঠে যদি,
চমকে উঠে ফুলের সুবাস মাখিয়ে নেন সবাই।


(দুই)
চিনতো না কেউ ওমর খৈয়াম, না এলে নজরুল,
বাংলা ভাষার কাব্যকথায় ফোটায় রুবাই-ফুল;
খোরাসানের গোলাপবাগের খুশবু ভরা মধু
ছড়িয়ে দিলো বাংলাতে; তাই সকলে মশগুল।


০৮/০৫/২০২১
মিরপুর, ঢাকা।