(এক)
যখন পাগল পাগল লাগে পাই না খুঁজে অন্তরে,
উদাস হৃদয় রাত-দুপুরে অন্ধকারে সন্তরে;
কোথায় গেলে পাবো তোমায় খুঁজছি আমি সর্বদা,
রূপের ছটা ছড়িয়ে দিয়ে রও সখি কও কোন্ দূরে?


(দুই)
কেমন করে এমন নেশা আনলে তুমি মন-খেলায়,
রূপে তোমার পাগলপারা ঘুরছি আমি শন-তলায়;
চিত্ত আমার নিত্য দোলে চঞ্চল এক দোলাচলে
আলো-আঁধার জীবন সাবাড়, ভাবছি বসে সাঁঝবেলায়।


০৮/০৫/২০২১
মিরপুর, ঢাকা।