মধ্যখোরের মদের নেশা কাটবে না আর এই জানি,
মদের নেশায় ভাবছে রাজা, করছে শুধুই তড়পানি;
সাধু জনে যতই বলুক, 'পাগলামি তোর ক্ষান্ত দে',
মাথায় ততোই বিজল ওঠে, দেখে শুধু লাল পানি।


সহবতের মধুর কথা যতোই শোনাও মন্দকে,
গোয়ার্তুমির স্বভাব দোষে আনবে ডেকে দ্বন্দ্বকে।
সারমেয় লেজ যতোই রাখো চোঙার ভেতর যতনে,
হয় না সোজা; শাশ্বত দোষ করবে বলো বন্ধ কে?


মুগুর ছাড়া হয় না সোজা পাগল-ছাগল, মন্দজন,
কৃষ্ণ-বাণী শোনে নাতো গান্ধারীর দূর্যোধন!
যুদ্ধ শেষে কুরুক্ষেত্রে পড়ে থাকে নিঃসাড়ে,
জন্মটা তার কুলক্ষণের বলেছিলো সর্বজন।

১৮/০৩/২০২২
মিরপুর, ঢাকা।