রূদ্ধশ্বাসের বসন্তেরা ফোটায় না আর ফুল
প্রিয়তমার গভীর বুকে উষ্ণতার অভাব
তবুও মৌমাছি ওড়ে গাছের ফাঁকে ফাঁকে
খা খা রোদে স্বপ্ন বোনে বেহায়া স্বভাব।


ঝুম বৃষ্টির জলে ভিজে ক্লান্ত পথিকেরা
কবি বসে ছবি আঁকে উষ্ণতা ভরপুর,
বসন্ত জল গ্রাস করে নেয় মিরপুরের এ পথ
তার মাঝে যে মেট্রোরেলের শব্দ সুমধুর।


অভয়ারণ্যের নীল আকাশে নাচে তারার দল
জলে নাচে চাঁদের মেয়ে নাচায় সমুদ্দুর
ভালোবাসার চন্দনেতে সাজছে যোগী মন
প্রিয়ার চোখের তারার মাঝে জীবন হয় মশহুর।


০৪/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।