(একটি দ্বিমাত্রিক কবিতা)


রূপের দেমাক করিস না মন, এ রূপ যে তোর ক্ষণস্থায়ী,
কতোই রূপের হইলো বিলীন মাটির তলায়, চিরস্থায়ী।
বিশ্বজয়ের শাহেনশা' সব গোরের তলায়, নেইকো চিন,
জাগ্রত সব শক্তি যাদের ঘুমায় এখন বিরামহীন।


এই দুনিয়ার বাদশা, তাদের বিলীন হইছে অহংকার,
দীন দুনিয়ার প্রভুর নিকট চা'রে মন তুই পুরস্কার।
অর্থ-বিত্ত, শক্তি-প্রতাপ, কালের গর্ভে হইবে লীন,
মন তুই র'বি অন্ধকারের ঘোরের দেশেই অন্তরীণ।


৩১/০১/২০১৯
মিরপুর, ঢাকা।