রূপের রক্তের রঙ লাল.
সোডিয়াম আলোর নিক্ষেপে কালচে হয়ে উঠে।
প্রেমের সংকটে রৌদ্রস্নাত দিনগুলো
গোলাপের আর্তনাদে কাঁদে।
মিথ‌্যার অভিযোজনে দুঃখের দিনেও সুখ খুঁজে
কাঁদে বিলাসী প্রাণ।
স্বপ্ন খুন হয়,
তখনও মানুষেরা ফাল্গুনী রাঙা রাতে ঝুলনে ঝুলতে চায়।
এ যুগের অভিমন্যু
প্রেম ও পরাধীনতা অবহেলা করার দায়ে নিহত হয়।
মাতাল ট্রেনে যে মেয়েটি প্রেম চেয়েছিলো রঙ মহলের;
সে-ও খুন হয়।
নীল পেয়ালায় রক্ত-সরাব পান করে রূপবতী মেয়েরা
গোপন আস্তানায় নামে।
এভাবেই পুনরাবৃত্তি ঘটে মায়ামুকুরের বুকে
আধুনিক কবিতার পঙক্তিমালা!
বহতা নদীর জীবনের মতো
দীর্ঘরাতের গল্পের শেষে ধর্মের অসারতা ছিন্ন করে
বিদ্রোহী হয় কালাপাহাড়।
দুলারী বিবির প্রণয় কাননে ঝর্ণা বহায় প্রেম-মদিরার।
প্রণয় প্রলয়ে ধ্বংস হয় গোপীনাথ, ময়ুরভঞ্জ, কটক;
ভুবনেশ্বরের কোনার্ক।
পূর্ণিমা চাঁদের জ্যোৎস্নার জল বহে অবিরল
রক্তক্ষরণের মাঝে।
দগদগে ফুসফুসে নেমে আসে প্রগাঢ় বসন্ত।


২০/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।