ফুলের সৌন্দর্য দেখে পরিযায়ী উড়ন্ত পাখিরা,
দূর পথে উড়ে যায় রাতের আকাশে;
রাত্রির বিবরে জ্বলে চন্দ্রপ্রভা প্রেমের প্রভাবে,
তার লোভে মেঘ ওড়ে নির্মল বাতাসে।
হতাশার কুজ্ঝটিকা গ্রাস করে ভোরের আলোকে,
অমৃতের স্বাদ চায় মানুষের মন;
অজস্র উত্তাপে গলে নবনীত যুবতীর প্রেম,
ফুল-পাখি গল্পকথা অতি সাধারণ।


২৩/০৪/২০২০
মিরপুর, ঢাকা।