বর্তমানে মানুষের পরিচয়, তার
সরল সফলতায়। বাড়ে অহংকার
অর্থ-প্রতিপত্তি আর ক্ষমতার বলে;
সব কিছু ধ্বংস হবে কুহেলিকা ছলে।
কতোটুকু বিদ্বান সে? কতোটুকু জ্ঞানী?
কক্ষনো কেউ করে না তার কানাকানি।
কার বেশি দামী গাড়ি, সুবৃহৎ ঘর ,
মনোহর পরিচ্ছদ গল্পের আকর।


সব কিছু ধুয়ে যাবে জোয়ারের টানে,
জীবনে বোঝে না কেউ জীবনের মানে।
অর্থ-বৈভব ক্ষমতা এ সকল কিছু,
সকলই পড়ে রবে সকলের পিছু।
সফলতা বলে যারে করেছো যাচনা,
কালের প্রবাহ এসে বাড়াবে যাতনা।


নিজেকে ধারণ করো কবিতার মতো,
শুদ্ধ-স্বচ্ছ-সত্য পথে চলো অবিরত।
কবি-মন শুদ্ধাচারে করে যে গমন,
জীবনের প্রতিক্ষণে হও রে তেমন।
মানুষের এ জীবন অমূল্য রতন,
প্রেম-দয়া-মায়া ভরে করিও যতন।


০২/০১/২০১৯
মিরপুর, ঢাকা।