সাগরসঙ্গমে উত্তাল নদীদের মন
রাত্রিশেষে ত্রস্ততায় যাত্রা শুরু করে
জল তুলে দেয় সমুদ্রকে। পরস্পরে
উড়ায় রঙিন পাল; সাগরে তখন
জোয়ারের জল জাগে, দিগন্তরেখায়
ঝড়োয়াল বায়ু বহে, নীল সমুদ্রের
ফেনায়িত তরঙ্গেরা সুনীল অভ্রের
মাধুরী কামনা করে ভেঙ্গে ভেঙ্গে যায়।


ঝড়ের তাণ্ডব শেষে ক্লান্ত নাবিকেরা
প্রফুল্ল প্রসন্ন চিত্তে তন্ন তন্ন করে
খুঁজে যায় স্বর্গসুখ লতাগুল্ম-ঘরে,
পড়ে থাকে অনাদিকালের বিবেকেরা।
তমাল বিথিকা তলে পেতে স্বর্গসুখ
পৃথিবীর মানুষেরা রহে যে উন্মুখ।


২২/১১/২০১৯
মিরপুর, ঢাকা।