আমার ব্যথাকে লাঘব করিবে করি না এমন আশা,
এ জীবন হলো সাপ-লুডু খেলা নেই কোন ভালোবাসা।
তরতর করে কেউ উঠে যায় মইয়ের পরে মই,
সাপে কেটে দেয় ঘুরেফিরে আমি একই স্থানে রই।


তোমার কাননে অজস্র ফুল বাতাসে বাতাসে দোলে,
আমার বাগানে কলিগুলো ঝরে বেদন-অন্তরালে।
সুখের প্রদীপ জ্বলবে না জানি আমার গৃহের কোণে,
করুণ ব্যথার ছায়াগুলো যেন না পড়ে তোমার মনে।


প্রেমের অশ্রু নদী হয়ে যায়, বয়ে চলে ছলছল,
পায় না সাগর ভুল পথে গিয়ে মরুতে শুকায় জল।
মায়ার বাঁধনে অতল হৃদয় কেটে যায় দিবানিশি,
দীঘল পথের যাত্রী এখনো পথ মাঝে আছি বসি।


মরণ পাড়ের যাত্রীর মতো অতীতের পানে চাই,
খুঁটে খুঁটে দেখি কোথাও কি আছে দরদের রোশনাই?
আঁধার নামিছে প্রভাকর করে পশ্চিমে অভিযান,
জীবনের শেষে অনুভব করি বৃথা অঞ্জলি দান।


২৭/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।