আঁটোসাটো শাড়ি পড়ে বেদের নন্দিনী,
ঝাঁপি কাঁখে হেলেদুলে, কোমর নাচিয়ে
হেঁটে যায় ধীর পায়। অনন্ত রঙ্গিনী
হেসে উঠে ছলনায় অধর বাঁকিয়ে।
পথিকেরা চেয়ে থাকে, ডেকে বলে তারে,
'সাপুরিনী! ঝাঁপি খোল, দেখাও তোমার
চমৎকার সাপখেলা'। 'আহারে! আহারে'!
বলে, সুখে নেচে উঠে দেহ-লতা তার।


'কি সাপে দংশিল লখাই রে', গীতসুরে
মোহনীয়া করে তারে, রহিয়া রহিয়া
করুণ বেদনা ঝরে প্রখর দুপুরে;
আরো ঝরে ঘাম তার চিবুক বহিয়া।
জীবনের কথা বলে জীবনের সুরে,
সেই সব সাপুরিনী করুণা চাহিয়া


০৫/১২/২০১৯
মিরপুর, ঢাকা।