মৃত্যু স্বাভাবিক। জীবনের মতো
হাতের মুঠোয় খেলে প্রতিদিন, অবিরত
জীবনের সময়ের বাঁকে বাঁকে।
তবুও আমরা ভুলে যাই তাকে,
মৃত্যুর মতোন শাশ্বতকে। প্রতিক্ষণ ডেকে যায়-
আয়, আয়, প্রিয়জন ওরে, ফিরে আয়।


মৃত্যুর মোহিনী ফাঁদ বিশাল বিস্তৃত,
চকিতে পড়ে যে ধরা, সুনিশ্চিত;
পালাতে পারে না কেহ, যতো করে পলায়ন।
উজির, নাজির, সম্রাট এবং সাধারণ;
কোন না কোন উছিলা ধরে
মৃত্যুর গহ্বরে
অন্তর্লীন হতে হবে। অজ্ঞাত
জীবনের অহমিকা হবে ধুলিস্যাত।
নৈঃশব্দের বেলাভূমে পড়ে রবে
স্বপ্নহীন নির্জীব ঘুমিয়ে রবে নিস্তেজ নীরবে
মৃত ঝিনুকের মতো প্রায়।
তবে, কেনো গর্বোদ্ধত? কোন সে অহমিকায়।


০২/০১/২০১৯
মিরপুর, ঢাকা।