মানুষ জীবনসত্তার মাঝে শয়তান যখন বসত করে
'লা-মোকামে' পৌঁছাতে তার জীবন কাঁপে থরে থরে।
কতো রূপে শয়তান এসে জীবাত্মাকে ধরে ঠেসে,
(তখন) পরমাত্মার চারিধারে দেয়াল উঠে শান-পাথরে।
ইবলিস হলো আদিরূপ তার, বিরাট বিপুল খুব অহংকার;
পৃথিবীতে শয়তান এসে 'মরদুদ' হয়ে রয় অন্তরে।
'খান্নাস'-এর যে ভয়ঙ্কর রূপ, লালসার কুমন্ত্রণার স্তূপ;
দিবারাত্রি ছোটাছুটি অতৃপ্ততার জগত জুড়ে।
বলি ও মন কথা ধরো, মরার আগে একবার মরো;
ক'দিন রবে ধরার মাঝে লোভে মত্ত শয়তান ফেরে!


১৯/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।