তোর জমিনের তালগাছ চাই
আরও চাই যে নদীর জল,
আমার জমিন তপ্ত-মরু
সেচ চায় তাই অনর্গল।
বল্, চাষা তুই বল্ ,
জল ছিটিয়ে দিতে কেনো
কৃপণতার ছল?


মধ্যদুপুর তীব্রদহন
তপ্ত বালুর কণায়
যন্ত্রণাতে জেগে উঠে
ভুজঙ্গেরই ফণায়।


রামধনু পথ বেয়ে নামে
তীব্র হলাহল রে,
তালগাছের ঐ আদিম দোনে
দে রে একটু জল দে।
বল্, চাষা তুই বল্ ,
জল ছিটিয়ে দিতে কেনো
কৃপণতার ছল?


১৪/১০/২০১৮
মিরপুর, ঢাকা।