মাছের বাচ্চা বলছে মা-কে তার,
আচ্ছা, হে মা,
সত্যি করে বলো তো এবার,
আমরা কেনো জলের নিচে থাকি?
জলের উপর যায় না কেনো থাকা?
সেখানে যে বিশাল আকাশ আঁকা!
তার নিচেতে উড়ছে কতো পাখি।


মাছের মা-য়ে আদর করে বলে,
জলে থাকি আমরা যে বাপ 'ফিস' ,
'সেলফিসেরা' রয় না কভু জলে,
চরম সত্য মনেতে রাখিস।
মানুষ যে বাপ সেলফিসেরই জাতি,
স্বার্থমোহে তারা করে চরম বজ্জাতি।


০৩/১০/২০১৯
মিরপুর, ঢাকা।