শহরের মানুষেরা ঝড়ের সময় ঝড়কে উপভোগ করে,
ভারী বৃষ্টির বর্ষণ দেখে, বাতাসের তুমুল সঙ্গীত শুনে,
কাচের শার্সির বন্ধ জানালার পাশ থেকে।
বাতাসের তাণ্ডবতা কখনোও বোঝে না যে তারা;
কারণ, তাদের বৃক্ষহীন দালানের পাশে বসবাস।
জানালার শার্সি বেয়ে পূর্ণ-বৃষ্টির জলের ফোটা
সাপের মতোন এঁকেবেঁকে নামে,
উৎফুল্ল হয়ে চিত্র আঁকে ভাবনার ক্যানভাসে।
গৃহমধ্যে বন্দি হয়ে ইলিশ-খিচুড়ি খেতে খেতে,
অথবা, অন্ধকারাচ্ছন্ন ঘরের ভেতরে
এপাশ ওপাশ হাঁটাহাঁটি করতে করতে উপভোগ করে।


সমুদ্র পাড়ের মানুষেরা ঝড়ের আতঙ্ক বোঝে,
জোয়ার জলের হিংস্রতায় ভেসে যায়
মাঠের ফসল, স্বপনের প্রেম, হৃদয়ের ভালোবাসা।
ঝড়ের তাণ্ডবে চূর্ণ হতে দেখে
ঘুর্ণায়মান বাতাসের তোড়ে শ্যামল সবুজ ঘাস,
তাঁদের দৃষ্টিতে নেমে আসে মরণের বিভীষিকা!
প্রাণের ভেতরে প্রবল ঝাঁকুনি ঝড়ের পূর্বাভাষ।


০৩/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।