শান্তিতে মরার ইচ্ছা পৃথিবীতে মানুষের আছে,
মরণে কামনা করে, পরিজন পাশে রবে তার;
প্রত্যেকের প্রার্থনা তা' এবং সাবলীল আবদার
করে যায় মানুষেরা, পৃথিবীর সকলের কাছে।
আধুনিক সমাজের কঠিন সমস্যা- একাকীত্ব!
এক ঘরের ভেতরে থেকেও যে, বড়োই একা সে,
ছেলেমেয়ে পাশাপাশি, প্রয়োজনে যায় না দেখা যে;
এসব ঘটনা ঘটে মৃত্যুকালে, আমাদের নিত্য।
হাতের মুঠোতে নাকি, মানুষের পৃথিবী এখন!
স্বজনেরা দূরে থাকে, দূর-দূরান্তর, ভিন্ন দেশে;
ভিডিওতে কথা হয় সুখে-দুখে; যেন, সে গা-ঘেসে
বসে আছে। মৃত্যুযাত্রী পায় না কোমল পরশণ।


শেষকৃত্য অনুষ্ঠান দেখে যায় মোবাইল ফোনে,
উষ্ণ হাত তার রাখতে পারে না, সে শীতল শরীরে,
পারিবারিক সম্পর্কে ভাঙন ধরেছে ধীরে ধীরে;
পাশাপাশি যারা, তারাও একা নিজের গৃহকোণে।
ঈদ ও পার্বণে, মাঝে মাঝে যদিওবা হয় দেখা;
'হাই', 'হ্যালো' এতোটুকুন! হয় না জীবনের কথা।
ক্রমে ব্যথার ভেতরে ব্যথা জমে,বাড়ে আকুলতা;
কোটি কোটি মানুষের ভিড়ে, প্রত্যেকে ভীষণ একা।
শান্তিতে মরার ইচ্ছা সফল হয় না আমাদের আর,
আধুনিক এ সমাজ একাকীত্বের; বড়োই চমৎকার!


২৯/০১/২০২০
মিরপুর, ঢাকা।