শপথ নিলাম আর কখনো ফেলবো না পা অন্যদিক,
তোমার নামের শব্দকলির ফুল ফোটাবো দিগ্বিদিক।
          আল-ইলাহির প্রদীপ জ্বেলে
          সকল কিছু অবহেলে
সত্য-ন্যায়ের পথ মাড়াবো, এই কথাটি করছি ঠিক।


অন্ধকারে ভূতের বেগার খেটে গেলাম আজীবন,
আলোর দেখা পেলাম নাতো লোভের মোহে, পাপী মন!
          ছলচাতুরী, বাহাদুরি,
          করে গেলাম জারিজুরি,
দিনের শেষে দেখছি এসে নেইতো কেহ আপনজন।


সূর্য এখন পাটে বসে রক্ত ঝরায় চারিদিক,
একলা বসে নদীর পাড়ে রই চেয়ে রই অনিমিখ।
          হাতের কড়ি যেটুক ছিলো
          ছয়জনাতে কেড়ে নিলো
এখন তোমার দয়া ছাড়া নাই যে কিছু, হে মালিক!


দয়ার সাগর, হে দয়ালু! দাও করুণা তিল সমান,
শেষ বেলাতে কাঁদছি বসে বেতমিজ, এই নাফরমান।
          তোমার নামের রৌশনিতে
          পার হতে সাধ ফুল্লচিতে
তাইতো, তোমায় ডাকছি আমি, গাফুর তুমি, রহমান।


০৯/০১/২০২০
মিরপুর, ঢাকা।