তোর চোখেরই বহ্নিশিখা জ্বালিয়ে দিলো আমার প্রাণ,
তোরই প্রেমের উষ্ণতা যে হৃদে আনে ঝড়-তুফান।
নেশার ঘোরে মত্ত আমি, চাই যে শুধু অরূপ রূপ,
পেলে তোরে মিটবে তৃষা, তোর ছোঁয়াতে হ'বো চুপ।
কেমন পাষাণ হৃদয়টা তোর? যতই ডাকি- 'আয় বুকে',
হৃদয় মাঝে রেখে তোরে থাকবো আমি ঘোর-সুখে।
পাপী বলে যাসনে ছেড়ে, তুই যে আমার সুরের সুর,
তোর নামেতে পাড়ি দেবো ঝঞ্ঝাবাতের সমুদ্দুর।


প্রেমের নামে ছল-ছলনা আমার মনে নেই যে আর,
তোর নামেতে ছেড়ে যে যাই আমার জীবন, এ সংসার।
সরাব-সাকি তুচ্ছ করি, তোর নামে যে এতোই স্বাদ!
নামের উপর নৃত্য করি সবাই বলে, ঘোর উন্মাদ।
আয় প্রিয়তি! প্রেমের সরাব পিয়ে আমি হই মাতাল,
যে কটা দিন বাকি আছে তোর নামেতেই কাটুক কাল।


৩১/০৭/২০১৭
মিরপুর, ঢাকা।



,