শেফালি ফুলের স্থায়িত্ব নিয়ে মানুষ-জীবন ভুবন-মাঝে,
রাতের আঁধারে ঝরার আগেই সুবাস ছড়াও নিপুণ কাজে।
            স্বপ্ন বোনার ফসলের ক্ষেতে
            মৃত্যুকে ঠেলে উৎসবে মেতে
এগিয়ে যাওয়ার সাধনমন্ত্রে বাড়িয়েছে যারা দৃঢ় চরণ;
            তাঁরা নমস্য চির জাগরূক
            দুঃখহরণে সদা উন্মুখ
নিজেকে বিলিয়ে আনে আনন্দ, এতেই তৃপ্ত তাঁদের মন।


মরণ তোমার খুব স্বাভাবিক শেফালি ফুলের আয়ুস্কাল!
তবে কেনো তুমি করছো বড়াই ধন-জন নিয়ে দিচ্ছো ফাল?
            যেটুকু সময় পেয়েছো ভুবনে
            স্থান করে নাও মানুষের মনে
মরণ হলেও অমরতা পাবে ইতিহাস থেকে শিক্ষা নাও;
            যতটুকু আছে জ্ঞানের শক্তি
            মানুষের প্রতি বাড়াও ভক্তি
সচেতনভাবে দুর্বলজনে নবীদের ন্যায় দীক্ষা দাও।


শিশির সিক্ত রজনীর শেষে ঝরে যাবে তুমি শিউলিবৎ,
মালা হয়ে রবে আদরে সোহাগে কর্মে ও গুণে হইলে সৎ।
            পৃথিবীর মাঝে যতো বরণীয়
            সুবাস ছড়িয়ে হলো স্মরণীয়
মানুষের তরে করেছেন তাঁরা ক্ষুদ্র জীবনে মরণ পণ;
            কর্ম-সুবাস ছড়িয়ে দিয়েছে
            মানুষেরে তাঁরা জড়িয়ে নিয়েছে
সুখে আর দুখে পৃথিবীর বুকে সদর্পে করে পদার্পণ।


১১/০৫/২০২২
মিরপুর, ঢাকা।