তুমি নেই প্রিয় শেখ মুজিবুর রহমান
তবুও রয়েছো পিতা বাংলার হাটে-মাঠে
বাঙালির ঘরে ঘরে তোমার অবস্থান
শাশ্বত অবিরল জীবনের চারুপাঠে।


বজ্রের কণ্ঠের স্বাধীনতা সেই ডাক
নিশানার তর্জনী বিস্ময়, নির্ভয়
যুদ্ধের ময়দানে যেন হায়দরি হাক
রক্তের ঘূর্ণিতে শত্রুর পরাজয়।


শোকাবহ বেদনার কষ্টেরা বহমান
প্রার্থনা করে যাই আল্লার দরবারে-
'বেহেস্তে স্থান দাও, রাব্বি, হে রহমান!
করুণার ছায়াতলে রেখো তাঁরে পরপারে'।


বাঙালির নদী-জল, আলো-বায়ু, তারকারা
সাগর ও ফুল-পাখি বেঁচে রবে যতদিন  
স্বাধীনতা বুকে ধরে হবে না যে দিশাহারা
এ জাতির প্রাণে রবে মুজিবুর ততদিন।


১৫/০৮/২০২০
মিরপুর,  ঢাকা।