অন্ধকারে সূর্য ঢেকে যাবে। ঝলমল
তারকারাজি হারাবে জ্যোতির্ময় আলো।
পর্বতমালা মরীচিকাসম অতল
গহীনে উধাও হবে। সমুদ্রের কালো
জলরাশি স্ফীত হবে তুমুল গর্জনে।
জাহান্নামের আগুন গনগনে লাল
হয়ে, হবে উদ্ভাসিত। গভীর তর্জনে
আকাশের নীল সরে, হবে উন্মাতাল।


প্রত্যেকে আমলনামা পেয়ে যাবে হাতে।
ভালো-মন্দ সবকিছু লিপিবদ্ধ রবে
পুঙ্খানুপুঙ্খভাবে, সূচারুরূপে তাতে।
তুমি বলতে পারো, কী পরিণতি হবে?
স্বর্গ-নরকের প্রভু আরশেতে বসে
নির্ধারণ করে দেবে, প্রাপ্তি অবশেষে।


১৪/০৪/২০২২
মিরপুর, ঢাকা।
বিঃদ্রঃ এ সনেটখানি ''সুরা আত্ তাকভীর'' ভাবদর্শনে লেখা।