শীতের কুয়াশা মাখা পৌষের এ ভোরে,
হলুদ রঙের সূর্য, তার অদ্ভুত আলোর ভেতরে
থির নদীজলে জেগে ওঠা জলীয়বাষ্পের রেখা
চায়ের কাপের ধুম্রকুণ্ডলীর মতো উর্ধ্বমূখী। আমি একা
এইখানে, তৃষ্ণা জাগে প্রকৃতির সনে
একফোটা গরম চায়ের সোহাগী আদর সংগোপনে
জড়ায় আমায়। দূরে কলকাকলিমূখর পাখিদের ভীড়ে
সুস্পষ্ট শূন্যতা জাগে প্রবাহমান জলের মেঘনার তীরে,
এইখানে আজ আমি বড্ডো একা। একা হাঁটি,
পিছনে ক্রমশ পিছলিয়ে যায় আমার বসতবাটি,
স্মৃতির রঙিন ছায়াচিত্র। সেই ছবি হচ্ছে ম্লান; রাত্রি সমাপনে
অপরূপ আলোকের বর্ণিলতায় শীতের পাখিদের গানে
জেগে উঠে জীবনের ছবি;
শাপলাবনের মাধুরীর স্নিগ্নতায়- আমি যেন এক কবি!


২৩/১২/২০১৭
মিরপুর, ঢাকা।