সৃষ্টিসুধায় মত্তমাতাল প্রাণ,
আকাশ-পাতাল দিগ্বিজয়ীর মতো;
মনের সাগরে ফুঁসে উঠে আজ গান,
দেহের পাহাড় ঋষির মৌনব্রত।
চাঁদ-তারাদের রঙিন নিটোল দেশে,
রেশমী সুতোয় কাটেন চাঁদের বুড়ি;
লক্ষ-হাজার বছর রহেন বসে,
বয়স বাড়ে না, হয় না সে থুত্থুরি।
পাওয়ার তিয়াস জাগলো মর্মমূলে
প্রেমের গেলাসে দাও সরাব হে সাকী;
হৃদয় গোলাপ রাখছি চরণতলে,
সবই দিলাম আর কিছু নেই বাকি।
'কুন' বলে যিনি সৃষ্টি করেন সব,
তাঁর নামেতেই ক্বদরের উৎসব।


২৮/০৪/২০২১
মিরপুর, ঢাকা।