শক্তির পুজা সকলে করে, সত্যের পুজাও;
শক্তি এবং সত্য একসাথে হলে,
কর্মফলের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়।
অসম্ভবের সম্ভাবনায় দৃপ্তপদে হেঁটে গিয়ে
পাহাড় ডিঙায়ে মরুতে আনে যে তরুর শ্যামল ছায়া;
তখন শক্তির ঘরে ঝরঝর ঝরে অন্তহীনের কোমল মায়া।
কালে কালে আসে মহা মানবেরা,
ভালোবাসে তারা বিষাদগ্রস্থ মানুষের বিক্ষিপ্ত প্রাণ।
কাজে ও কর্মে জীবনের ধর্মে বলে যায়-
ভালোবাসো, হৃদয়ের অন্ধকার থেকে হিংসা নাশো,
প্রেম আর প্রীতি দিয়ে অনন্ত প্রত্যয়ে হেঁটে যাও;
অনন্তলোকের পানে দ্বিধাহীন পদক্ষেপে।
প্রভূ যারে চোখ খুলে দেন, সেতো সবকিছু দেখিবার পায়;
অন্তর যার মোহর মারা সেইতো অধম, ছন্নছাড়া!


০৭/০৪/২০২১
মিরপুর, ঢাকা।