'শরীরটা ভালো নেই',
এখন লাগে না ভালো, এই কথা শুনে।
ভয়ঙ্কর অবয়ব ক্রমে ক্রমে দীর্ঘতর হয়
মানবিক মহীরুহে; চিন্তার ভেতরে।
যুগ-যুগান্তর কাল ধরে চলে আসা
ছোটখাটো 'ভালো নেই'- টুকটাক সর্দি-কাশি-জ্বর,
অবহেলা করে গেছি তুচ্ছজ্ঞানে, সদা নিরন্তর।
দুটো হিস্টাসিন অথবা প‌্যারাসিটামল,
স্বচিকিৎসায় সেরে যেতো এ সকল রোগবালাই,
হয়ে যেতো একেবারে নির্মল।
বর্তমানে, সে সকল অসুখ-বিসুখ-
সর্দি-কাশি-জ্বর, মহাআতঙ্কের অন্যরকম নাম!
যেদিন থেকেই শুনেছি, নোভেল করোনার কথা;
কোভিড উনিশ পোষাকীয়া নাম যার।


'শরীরটা ভালো নেই'
ইদানিং, এ কথাটি প্রিয়জনদের কাছ থেকে,
মৃদু অনুযোগ সুরে শুনতে পাই যদি,
ভয়ের লাভাপ্রবাহ নদী হয়ে বয়ে যায় মনে;
ঘরপোড়া গরু সিঁদুরে মেঘেই ভয় পায় আজ।
সম্পর্কের উপত্যকায় নেমে আসে
অযাচিত দুঃচিন্তার অবারিত প্রগাঢ় প্রলেপ।
মাঝে মাঝে মনে হয়, নেমে এলো বুঝি
নীরবে নিঃশব্দে সেই স্বর্গীয় সে দূত,
আজরাইলের লাল ফরমান নিয়ে মৃত্যুর পরোয়ানা।
'শরীরটা ভালো নেই'
আজ এহেন সংবাদে অন্যরকম ভয় আনে মনে,
আমরা সকলে হয়ে যাই আনমনা।


২৮/০৪/২০২০
মিরপুর, ঢাকা।