স্নিগ্ধকোমল শরৎ এলো বর্ষাকালের শেষে,
স্বতন্ত্র এক রূপের ছটায় সাদাফুলে হেসে।
ষড়ঋতুর বাংলাদেশে শরৎকালের শোভা,
কাশফুল, নীল আকাশ মিলে দারুণ মনলোভা।
অশ্রুসজল বর্ষা-মেয়ে বিদায় নেওয়ার পরে,
শরৎকালের সূর্যকণা মিষ্টি আলোয় ঝরে।
শস্যে শ্যামল উদ্ভাসিত, সাদা মেঘের ভেলা,
ধানের ক্ষেতে রৌদ্র-ছায়ার লুকোচুরির খেলা।
পল্লবিত বৃক্ষতলায় রূপ প্রকৃতির ছায়া,
পাখপাখালির কলরবে মিষ্টি মধুর মায়া।
শিউলি ফুলের মদির সুবাস মন উচাটন করে,
হলুদ-সাদা ছড়িয়ে থাকে সারা উঠোন ভরে।
সুরভিত ভোরের বাতাস মিষ্টি ও ফুরফুরে,
তুলোর মতোন মেঘের পানসি নীল আকাশে ওড়ে।
সোনার বরন সূর্য ওঠে অনিন্দ্য রূপ নিয়ে,
আলোয় ভরে যায় চারিদিক নির্মলতা পিয়ে।
হাতছানি দেয় মাঠের শেষে কাশফুলের ঐ ডানা,
উদাস হাওয়া ঝাপটে ধরে কেউ করে না মানা।
নদীর চরে চখাচখি, পানকৌড়ি আর হাঁস,
ধ্যানমগ্ন মাছরাঙ্গা, পুঁটি-খলসে মাছ।
কলসি কাঁখে মেঠো পথে গাঁয়ের বধু যায়,
কৃষক-চোখে স্বপ্ন ছড়ায় ধানের সম্ভাবনায়।
বিলের জলে শাপলা যেনো তারার মতো ঝরে,
ঢেউয়ের মাথায় আলোর লীলা ঝিকচিকমিক করে।
চোখ জুড়ানো দৃশ্য জাগে প্রকৃতির কোল জুড়ে,
মাঝি ভায়া গান গেয়ে যায় ভাটিয়ালি সুরে।
শরৎকালের ছবি যেন রঙ-তুলিতে আঁকা।।
প্রাণ জুড়ানো শরৎ ঋতু সৌন্দর্যে মাখা।


০৯/১০/২০২০
মিরপুর, ঢাকা।