হঠাৎ করেই তোমার কাছে ছুটে এলাম।
বলতে পারো উদয় হলাম
গোলাপ ছাড়া। ভীষণ রকম আকাঙ্খাতে।
শূন্য হাতে জোছনা গলা শব্দবিহীন চাঁদনী রাতে।
গাছের গোলাপ গাছে রেখে,
তোমার কাছে ছুটে আসি;
গোলাপ ফোটাই হদয় কেটে
মন খুলে কই- 'ভালোবাসি'।
এমন মোহন গোলাপ-কলি কোথায় পাবে বলো তুমি?
তুল্য হবে কোন সে গোলাপ?
চোখের জলে ভিজিয়ে দেবো মরুভূমি,
ঝেড়ে ফেলে সাত পুরুষের সমস্ত পাপ!
চারিদিকে রাঙাবো আজ মন গোলাপের গন্ধ দিয়ে,
প্রিয়তর খেলা হবে গহীন প্রেমের ছন্দ নিয়ে।
আজকে আমি বুঝে গেছি,
তোমার প্রেমের সরোবরে চিত্ত আমার হারিয়েছি।
বুঝে গেছি তুচ্ছ সকল বিত্ত ও ফুল,
বুঝে গেছি মিথ্যা সকল কথার মুকুল।
ছুটে এলাম তোমার কাছে গোলাপ ছাড়া,
তোমার ছোঁয়ায় উঠলো হেসে আমার ধুসর বসুন্ধরা।
গোলাপ ছাড়াই যত্নে টেনে বক্ষে নিলে, ,
প্রাণের সকল চাওয়া তুমি করুণাতে ভাসিয়ে দিলে।


০৮/০৮/২০২০
মিরপুর, ঢাকা।