জীবন্ত দূর্গাকে অবহেলা করে
মাটির দূর্গাকে চাই না আর!
পাপ ও পূণ্যের হিসাব ভুলিয়া
দেবীকে মাড়িয়ে যাই শতবার।
শোন, হে জগতের ভাই!
মানুষের মাঝেই দেব ও দেবী,
অন্য কোথায়ও নাই।
পুরাণে, কোরআনে, বাইবেলে
লক্ষ হাজার মানুষ এসেছে
মহামানবের রূপ ধরে,
সবাই বলেছে, মানুষই সেরা,
ভালোবাসো এই মানুষেরে।


এসো বন্ধু, মানুষকে সেবা করি,
জ্যান্ত দূর্গা ক্ষুধার তাড়নায়
ভূতলে করিছে গড়াগড়ি।
তুলে ধরি তাঁকে, মানুষের মতো
করে যা'ক সে জীবনকে পান,
আগামী বছরে
দুর্গা আসিয়া দুঃখ নাশিয়া
ভূতলে গাহিবে বিজয়ের গান।


০৮/১০/২০১৯
মিরপুর, ঢাকা।