শিরে-সংক্রান্তি এখন, করোনাকালীন নববর্ষে
রমনার বটমূলে প্রভাতের ছায়ানট নেই;
চারুকলার মঙ্গল শোভাযাত্রা, বকুল তলার
মৌতাত আনন্দরাশি, মৃত্যুভয়ে উদ্বিগ্ন বিপন্ন।
রবীন্দ্রনাথ লালন নজরুল শুনি না কোথাও,
গ্রামে-গঞ্জে-বন্দরে, রবীন্দ্র-সরোবরে, শাহবাগে।
গরম জিলেপি নেই, বাঁশি নেই, ঢাক-ঢোল নেই;
পান্তা-ইলিশের বর্ষবরণের উৎসবও নেই।


প্রাণোচ্ছল আমাদের এ শহর লকডাউন আজ;
যন্ত্রণাক্লিষ্টের উদ্বিগ্নতায় তরুণপ্রাণ গৃহবন্দী,
করোনার ত্রাসে ভয় বাড়ে ক্রমবর্ধমান হারে।
আনন্দযজ্ঞের শাহবাগ ন্যুব্জ, নৈঃশব্দে নিষ্প্রাণ!
তবুও, বেঁধেছি বুক, আগামী বছর জীবনের
জয়গান গাবো, বৈশাখের উন্মাদনার উল্লাসে।


১ লা বৈশাখ, ১৪২৭।
মিরপুর, ঢাকা।


শিরে-সংক্রান্তি - আসন্ন বিপদ।