তখন বর্ষার জলে শ্রাবণ প্লাবন
হয়ে বয়ে গেছে, স্কুল পালানোর
পাগলামী, আর সেই সকল সুন্দর
দিনগুলো আজ খুঁজে পাই নাতো আর।
রাত্রি জেগে চন্দ্র দেখা, উল্কা পতনের
ক্ষণে, মনে মনে কতোই কামনা করা-
যা চাই তাই হবে, এ বিশ্বাসে করেছি
কতো যে কামনা উল্কা পতনের কালে।


প্রার্থনা করেছি, রাত্রি শেষ হয়ে ভোর
যেন না হয় আর, অনন্ত সূর্যোদয়
বিন্দুর মতো সিন্ধুর অন্ধকারে মিশে
থাক চিরকাল; হাত ধরা থাক হাতে।
অনন্ত জিজ্ঞাসা জগতের মাঝে, কেনো
দুঃখের তরণী বাওয়া, ভালোবাসা নয়।


১৫/১১/২০১৯
মিরপুর, ঢাকা।