একটি মেয়ে মনের বিশাল মাঠে
নীল ফ্রক গায়, আলতারাঙ্গা পায়ে,
মন-আকাশে ঘুড়ি হয়ে ছোটে
নেচে বেড়ায় ডাইনে এবং বাঁয়ে।


চপল পায়ে এক্কাদোক্কা খেলে
আকাশ ভরা তারার দেশে দেশে,
গহীন রাতে ভিজে বৃষ্টিজলে
পাশে দাঁড়ায় একলা ঘরে এসে।


হঠাৎ করেই সে হয়ে যায় বড়ো
সেই মেয়েটি হারিয়ে গেলো দূরে,
সে সব স্মৃতি করছি এখন জড়ো
কষ্ট বাজে বেদন-বেহাগ সুরে।


সেই মেয়েটি হৃদয় আঙিনাতে
কখন রোপন করেছিলো প্রেম,
টের পাইনি বুঝেনি সেই প্রাতে
ভাবছি এখন কি যে হারালেম!


ছিলাম আমি একলা চুপিসারে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে,
সাহস করে বলিনি যে তারে
'ভালোবাসি' তৃপ্ত হতাম পেলে।


১৮/১১/২০১৯
মিরপুর, ঢাকা।