হারিয়ে গিয়েছে শীত, ছেলে বেলাকার,
হাত মেলে ধরা সেই উনুনের পাশে;
ভাপাপিঠা, খোলাপিঠা; মায়ের আবদার-
'আরেকটা খেয়ে যা' বাবা'। কাঁসার গেলাসে
খেজুরের রস, নিশিকালে ঝরে পড়া
শিশিরসিক্ত কাঁচাপাকা বরই কুড়ানো,
ডোবাজলে কাঁদা মেখে ছোট মাছ ধরা!
সে সকল দিন আজ হয়েছে পুরানো।


এখন কাজের 'বুয়া' রুটি দেয় বেলে,
শুকনো আলুভাজি, ভেজালের ডিম, সুজি;
ঘড়ির কাটার এ জীবন দৌড়ে চলে,
সে সব সুখের দিন! তাই, আজো খুঁজি!
অনাদরে এ জীবন শুধুই কাৎরায়,
সেই সব সুখ তরে; পাই না উপায়।


২৮/০১/২০২০
মিরপুর, ঢাকা।