স্মৃতির মুঠোয় ধরে আছি আজো দুঃখ-সুখের কণা,
হাজার দুখের রঙহীনতায় সুখগুলো যায় গোনা।
অনুরাগেরই সময়গুলো যে ঝিরিঝিরি যায় ঝরে,
শ্রাবণ ধারার ঢলের মতোন কেঁদে কেঁদে তারা মরে।
স্মৃতির বিষাদ কুচিগুলো যেনো জীবনের আঙিনাতে,
জমাট শীতল বরফ জলেতে চরম খেলায় মাতে।
শুভ্র অবুঝে যতোটুকু ছিলো হিংসা-আঁধার-লোভ,
স্মৃতির পাতায় তাদের নামেতে এখন নেইকো ক্ষোভ।
রঙ-বেরঙের প্রেমের ঝিনুকে স্মৃতিরা যে আজো বাঁচে,
স্মৃতিকে বয়েই বুড়িয়ে যাচ্ছি এই সময়ের কাছে।
অম্ল-মধুর স্মৃতিগুলো আজো দু'হাতে আঁকড়ে ধরে,
পথে-প্রান্তরে করি আবাসন সুখ-স্মৃতিদের ঘরে।
স্মৃতি তুমি আজো বেঁচে থাকো শুভ, সুস্থ-সবল হয়ে,
আমার চেতন-চিন্তায় কাজে তোমাকেও নেবো বয়ে।
তুমিই বাঁচার আশা,
তোমার মাঝেই তুলে রাখি আজ জীবনের ভালোবাসা।


২৮/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।