যৌবনের চঞ্চলতা আর নেই পরানের তলে,
স্মৃতির জাবর কাটি সেই নাম বলে;
ভাসিয়ে দিয়েছি যাহা নীল চন্দ্রপুকুরের জলে,
বিষাদ-বিধুর গাথা কতো কৌতূহলে!
স্মৃতির শিশির ঝরে স্মরণের ঘাসে,
বিসারিত মাঠ জুড়ে জোছনারা হাসে;
আনন্দবাহিত সুখ অনন্ত উল্লাসে
বয়ে যায় দুরপথে, ফিরে নাহি আসে।
মেঘনার কালো জলে ডুবিয়ে দিয়েছি যাহা-
ছেলে-বেলাকার লাঠিম, লাটাই, ঘুড়ি,
প্রজাপতির মতোন সুন্দর মার্বেল, আহা!
স্মৃতিপাণ্ডুলিপি, কাচের রঙিন চুড়ি।
সারারাত বেজে যায় সেই স্মৃতি সুমধুর সুরে,
একা একা ডুবে আছি বেদনার রাতের দুপুরে।


০৬/০১/২০২০
মিরপুর, ঢাকা।