সোনাঝরা কালো রাতে চোখের ভেতরে
লাল-নীল স্বপনের প্রেমজাল বুনে
একদিন বলেছিলে- 'ভালোবাসি প্রিয়;
জগতের হিংসা-দ্বেষ ঝেড়ে ফেলে দেবো।
মিসকালো অন্ধকারে নবনী আলোর
অনিন্দ্য সৌন্দর্য নিয়ে দাঁড়াবো সম্মুখে;
জীবনের স্রোতধারা মোহিনী হাসির
মতো প্রবাহিত হবে কলকল স্বরে'।


প্রয়াত দিনের স্মৃতি, সুকুমার ফুল,
পুরাতন পাণ্ডুলিপি বারবার দেখি-
আদরের রেণু মাখা আরেক জগত,
লাবণ্য মুখের ছবি, মধুরিমা হাসি।
মানুষেরা রেখে যায় সর্বনাশা স্মৃতি,
দিনের আলোতে খেলে রাতের আঁধার।


১০/০৩/২০২০
মিরপুর, ঢাকা।