আকাশে তখন মেঘেদের খেলা,
বিকেলের আলো ক্রমে ম্রিয়মাণ;
দূরে শোনা যায় সুরেলা আওয়াজ-
মুয়াজ্জিনের মধুর আজান।
সন্ধ্যা বেলার মেঘের ছায়ায়
বিহগ সুরের কল-কাকলিতে;
অনুপম কথা সপ্রতিভ হয়ে
ঝংকার তোলে বিষাদিত চিতে।
কথার মাদুলি ভাবের সুতোতে
গেঁথে গেঁথে হয় গল্পের সারি;
সময়ের নদী দ্রুত বয়ে চলে,
হৃদয়ের চরে জাগে বালিয়াড়ি।
জোয়ারের জলে ডুবে যায় ঘাস,
ডুবে যায় তীর. নেমে আসে রাত;
ভুলে যাই ভয়, ভুলে যাই লাজ,
ভুলি যাই সব অভিসম্পাত।
চোখের ভেতরে ছিলো কি তোমার
আগুনের নদী? নাকি জলধারা?
আকাশের বুকে ঝাঁকে ঝাঁকে উঠে
আঁধারবিনাশী উজ্জ্বল তারা।
শব্দে শব্দে মুখরিত হয়
বৃক্ষের পাতা, পুকুরের জল;
তুমি সম্মুখে উজ্জ্বল মুখে
নেমে এলে সেথা অতি নির্মল।
জগতের সুখ কবিতার দেহে,
কথার ছন্দে আলোড়িত হয়;
স্মরণের দেশে জাগরিত রবে
অনন্তকাল তুমি নিশ্চয়।


১১/০৩/২০২০
মিরপুর, ঢাকা।