নির্ঘুম রাতের শেষে নরম কোমল আষাঢ়ের
বৃষ্টি নামে চুপিচুপি আমাদের শ্যামলীয়া গাঁয়;
তমাল বনের ভীড়ে, খোলা মাঠে, আম-কাঁঠালের
পাতায় পাতায় ঝরে যায়, সন্তর্পনে, মমতায়।
বৃষ্টিকে ছুঁয়ে দিলেই নেমে আসে মুঠোভরা মায়া,
প্রেম; মরমি সঙ্গীত সুর তোলে হৃদয়ে, মননে;
যেন বকুলের ফুল, ঠাণ্ডা জল, অশ্বত্থের ছায়া
ব্যথাতুর মনে হেসে ওঠে সুখস্বপ্নের চেতনে।


এ শহুরে একঘেয়ে জীবনের দুঃখ-দীর্ঘশ্বাসে
কাটালাম এ জীবন, সঙ্গিহীন; শুধু ভেবে যাই
এই বর্ষণমূখর রাতে একা। জানালার পাশে
দেখি স্মৃতিময় আরশিতে স্ফটিকের রোশনাই।
নিদ্রাহীন নিশিকালে ঘুরেফিরে স্মৃতির পাতায়
বারবার উঁকি দেয় পূর্ণচাঁদ, মরি বেদনায়।


১৯/০৬/২০২২
মিরপুর, ঢাকা।