উদাসীর মন কাঁদে অকারণ স্মৃতির জানালা খুলে,
হারানো সে দিন আজো যে রঙিন বাজিছে মর্মমূলে।
সেই খোলা মাঠ হয়েছে লোপাট ভূমি দস্যুর কাছে,
জল ভরা নদী কাঁদে নিরবধি জলহীন ধারা আছে।
উদাম সাঁতার হয়ে গেছে পার স্মৃতিভরা সেই দিন,
হাতড়ে বেড়াই শুধু খুঁজে যাই এখনো অর্বাচীন।
বর্যার কালে ডিঙি রাঙা-পালে ছুটে যায় উজানেতে,
ভরাট গলায় মাঝি গান গায় গলা ছেড়ে আহ্বলাদে।
সময়ের শেষে শারদীয়া আসে আনন্দ ছড়াছড়ি,
সেই দিনগুলো পুরনো যে হলো আজি শুধু বাড়াবাড়ি।
কাঁখেতে কলসি গ্রাম্য ষোড়সী জলকে আসে না আর,
চপল চরণে রিনিঝিনি স্বনে উঠে না যে ঝংকার।
কাসা-পিতলের বাটি ও থালের আলোর বিচ্ছুরণ,
জলের কিনারে ঝিকিমিকে করে দেয় না যে পরশণ।
হারিকেন জ্বলে কেরোসিন তেলে মিটিমিটি আলো তার,
সন্ধ্যার পরে পড়িবার ঘরে হয়ে যেতো তোলপাড়।
সেই সব দিন হয়েছে বিলীন তবু ঝরে ফুলে ফুলে,
আজো কেনো মন করে ক্রন্দন স্মৃতির জানালা খুলে।


১৩/০২/২০১৯
মিরপুর, ঢাকা।