কষ্ট-বেদনাগুলো;
নীল পাল তুলে ছুটে আসে দ্রত
        যেন সাইমুম-ধূলো।
বুকের মধ্যিখানে,
স্মৃতিময় ক্ষণ ধীরে ধীরে এসে
        তীব্র আঘাত হানে।
কেঁপে কেঁপে উঠি ত্রাসে;
ধুলোময় ঝড়ে আঁধার নিশিতে
        কখন আমারে গ্রাসে!
হারাবো সকল সুদাসল যতো
        জমিয়েছি প্রিয় ঘরে;
উচ্ছ্বাস নিয়ে মানবীর অন্তরে।
দেখেছি সেখানে আবেগপ্রবণ প্রেম,
আমি তখন অঘোরে ঘুমিয়েছিলেম।
অরূপ সুরের গান,
মূর্ছনা তুলে জাগাতে চেয়েছে
        আমার শীতল প্রাণ।
এখন একেলা দিনান্তে বসে বসে
সময় কাটাই,
পুরনো দিনের জীবন-অঙ্ক কষে।


০৮/০২/২০২২
মিরপুর ঢাকা।