তোমার দুয়ারে করি করাঘাত
বাহিরেতে এসো, লহো প্রণিপাত
প্রিয়তি আমার, ওগো সুন্দরী!
উচ্চ পাহাড়ে তুমি আছো বসে
ময়ূরের মতো বর্ণিল বেশে
অপরূপা তুমি, আহা, মরি মরি!


বিরহের তাপে পুড়ে পুড়ে ছাই
চকিতে দেখেছি ফের দেখি নাই
নিত্য পুড়ছি যেন তন্দুরী!
দয়া করো তুমি, ওগো দয়াবতী
তুমি যে সকল অগতির গতি
প্রিয়তি মম, সহজ সুন্দরী।


১৯/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।