পিচ ঢালা কালো পথে তুমি আর আমি
হুড খোলা রিকশায় বসে পাশাপাশি;
তোমার কোমল হাত গোলাপের মতো
আলতো ছুঁয়েছিলো এই ভয়ার্ত আ্ঙুল।
অনুভূতির অনন্য এক শিহরণ
আঙুলের ডগা থেকে প্রসারিত হয়,
রক্তে, মেদে, চেতনায়, শরীরে, মস্তিষ্কে;
অতঃপর, ছেয়ে যায় অলিন্দে-নিলয়।


পথ শেষ হয়ে যায়, চলে যাও তুমি
একা একা; ফিরে আসি আপন গন্তব্যে।
পারফিউমের মাতাল করা মিষ্টি ঘ্রাণ
লেগে থাকে বুকে, হাতে, পরিধেয় বস্ত্রে।
সারারাত জেগে থাকি, কল্পনায় ভাসি;
তুমিও কি ঘুমহীন, আমার মতোন?


৩০/০৮/২০২০
মিরপুর, ঢাকা।