আমি যদি মারা যাই যুদ্ধক্ষেত্রে; জানি,
সাজানো কফিনে ঢেকে বাড়িতে পাঠাবে।
বুকে সেঁটে দেবে প্রাপ্ত সমস্ত পদক;
যা অর্জিত হয়েছিলো সৈনিক জীবনে।


আমার মা-কে বলিও, সর্বোত্তম কাজ
আমি করে গেছি যুদ্ধে, মরণের আগে।
আর, বাবাকে বলিও, উদ্ভিগ্ন না হতে;
মৃত্যুতেও নত হইনি শত্রুর দাপটে।


ছোট ভাইকে বলিও, পাঠে মন দিতে;
বাইকের চাবি তার স্থায়ী হয়ে গেছে।
বোনকে বলিও, তলিয়ে গিয়েছি ঘুমে
সূর্যাস্তের পরে, মর্মাহত না হতে সে।


জাতিকে বলিও, কভু যেন না কাঁদে।
সৈনিকের জন্ম পবিত্র মৃত্যুর জন্যে!
জন্মভূমির সঙ্কটে, তার ক্রান্তিলগ্নে,  
সৈনিকেরা উৎসর্গিত পৃথিবীর বুকে।


০৩/০৩/২০২২
মিরপুর, ঢাকা।


ভাইরাল হওয়া মূল কবিতাটি-


If I die in a war zone.
Box me up and send me home.
Put my medals on my chest,
Tell my mom I did my best.
Tel my dad not to bow,
He won't get tension from me now.
Tell my bro to study perfectly,
Key of my bike will be his Permanently.
Tell my sister not to be upset,
Her bro will take a long sleep after sunset.
Tell my nation not to cry,
Because, I'm a soldier born to die.