পাগলে    কি না বলে
ছাগলে    কি না যে খায়!
পাগলে    ছাগল হলে
চুলকায়   চোৎরা পাতায়।


পাগলকে   যতোই বলি,
এবার তুই  ঠাণ্ডা হ' রে;
মাখিস না  কাদা-বালি
সুবোধের   কথা ক' রে।


মনে যা     আসে ওরে
করিস না   বাড়াবাড়ি;
বলিস না   মাতাল স্বরে
আমি যে   সকল পারি।


বেফাঁসে   বললে কথা,
তোরই যে বিপদ হবে;
হারাবি    মাথার ছাতা
বর্ষায়     ভিজবি তবে।


বাঁদরের     মতো যদি
করিস তুই  লাফালাফি;
নেচে যাস   নিরবধি
পাবি না     কোন 'মাফি'।


পড়ে তুই    ভাঙবি রে ঠ্যাং,
হাঁটিবি       হয়ে খোঁড়া;
চামচিকায়   মারবে রে ল্যাং
হবি রে      ছ্যাড়াব্যাড়া।


তখন ঐ    পাগলামিটা
ত্যাড়ামি   হবে রে ক্ষয়;
হারাবি     অহমিকা
সোজা হ   থাকতে সময়।


২০/০১/২০২১
মিরপুর, ঢাকা।