হে পরওয়ার, আল্লাহ মাবুদ
রিক্ত আমি সিক্ত অশ্রুজলে
যাচ্ছি কেঁদে; স্থান দাও হে
        তোমার চরণতলে।
দয়ার সাগর নামটি তোমার
মৃগতৃষ্ণা বুকে আমার
দাও সুধা দাও, দয়া করে
জ্বলছি পলে পলে।


জানি নাতো তোমার ভাষা
তবুও যে করছি আশা
চাচ্ছি তোমার অপার দয়া
        অনন্ত করুণা।
আচম্বিতে এসে তুমি
স্বপ্ন আশার দুয়ারখানি
দাও খুলে দাও; সাজাই গৃহ
       আমি যে নির্গুণা।


দুঃসহ এই জীবনখানি
সারা হলো টেনে ঘানি
ঊষর মরুর মধ্যে চাহি
        আবেহায়াত পানি।
চিত্ত আমার ব্যাকুল হয়ে
যাচ্ছে পুড়ে রয়ে রয়ে
তোমার দয়ার প্রলোভনে
        কাঁদছে কেনো জানি!


সব দীনতা তুচ্ছ করে
নাও তুলে নাও তোমার ঘরে
যেথায় জ্বলে দীপ্র প্রেমের
        প্রদীপ কৌতূহলে।
হে পরওয়ার, মাবুদ আমার
নাও তুলে নাও আমায় এবার
অনন্ত সুখ স্নিগ্ধ ছায়ার
        দয়ার চরণতলে।


০৮/০৫/২০২১
মিরপুর, ঢাকা।