সময়ের অন্ধকার ভেদি', যদি মরুর তারকা
স্থির হয় দৃষ্টির সীমান্তে; জাগে বৃত্তাকার আশা-
জীবনের ছন্দময় প্রেম, অমিত গানের সুর,
চিরকালের সঙ্গীত- তা' যেন তোমার ভালোবাসা।
অসংখ্য সংখ্যায় রাখি অতীতের প্রবাহিত নদী-
সার্বজনীন আনন্দ, সুখস্মৃতি আর অভিনয়;
প্রাচীন গল্পের মতো অগোচরে ম্লান হয়ে যায়
তারা, স্বার্থন্বেষী লোভাতুরা; স্নিগ্ধ সাবলীল নয়।


আনন্দের প্রেম যতোটুকু আছে পৃথিবীর বুকে,
তোমার বুকেই জমা, স্তুপিকৃত; অনিন্দ্য প্রিয়তি!
তার থেকে কোনো অভাজনে খণ্ড খণ্ড করে দিলে,
ঘন অন্ধকারে যদি আলো ফোটে, কী এমন ক্ষতি?
নির্দোষ ভালোবাসায় জেগে উঠে তরল তরঙ্গ,
গর্বিত আলোয় হাসে প্রেমময়ী মানুষীর অঙ্গ।


০৫/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।