মায়ের ভালোবাসায় থাকে যত্ন-স্নেহ ঢের,
বাবার ভালোবাসায় রহে ভীতি আদরের।
ভাইয়ের ভালোবাসায় মারামারি, ঝগড়াঝাটি!
বোনের ভালোবাসায় থাকে প্রেম-সাহায্য খাঁটি।
স্বামী-স্ত্রীতে ভালোবাসা জীবন ও মরন,
বন্ধুজনের ভালোবাসা অনন্য; এমন-
সেখানেতে ভয়ও থাকে, যত্ন, মারামারি,
সাহায্য ও জীবন থাকে; বুঝতে কি তা পারি?
বন্ধু হলো ধরণীতে সত্যিকারের স্বজন,
স্বর্গীয় সম্পর্ক সে-তো পরকে করে আপন।
রক্তও নাই, স্বার্থও নাই, শুধুই ভালোবাসা!
অনাবিল এক শুদ্ধাচারে হয় যে জীবন খাসা।
তুই কি আমার বন্ধু হবি ভালোবাসা মেখে?
নিশ্চিন্তে থাকবো বেঁচে তোরেই বুকে রেখে।


১৫/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।