সমুদ্রের বুক থেকে গড়িয়ে গড়িয়ে আসে
নীল জলের পাহাড় দিগন্তের বরাবর;
কুয়াশার পর্বতের নীরবতা ভেঙে, ঘাসে,
আশেপাশে পড়ে তীব্র বজ্রপাত। তারপর,
মেঘের অধঃপতন, গভীরতর ক্রন্দন
জাগে বিশ্ব চরাচরে, স্থিতিশীলতার মাঝে।
ভয়ার্ত পাখির গান, বাতাসের শন শন,
মাতাল বৃষ্টির জলে মোহনীয় সুর বাজে।


কেন্দ্রীভূত ঈশ্বরের সর্বশক্তিমান মুষ্টি
হাহাকার তুলে আনে শান্তিপূর্ণ মানুষের
নিশ্চিন্ত ঘুমের মধ্যে; তবু, খুঁজে ফেরে তুষ্টি
ঈশ্বরের বন্দনায়, ভুলে গিয়ে হাপিত্যেশ।
ঝড়ের পরশে আজ ক্ষয় হোক সব পাপ,
জলোচ্ছ্বাসের জোয়ারে ধুয়ে যাক মনস্তাপ।


০৩/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।