সোনালী দিনের রক্তিম আলো উঠেছে পূর্বকোণে,
সকল আঁধার পোড়াবো এবার যৌবনের আগুনে।
এসো নওজোয়ান, হও আগুয়ান চেতনার পরশনে;
সোনালী দিনের রক্তিম আলো উঠেছে পূর্বকোণে।
ভয়গুলো সব দূরে ফেলে দিয়ে,
জয়ের নেশায় যাবো যে এগিয়ে;
দৃঢ় চেতনার সঙ্গীত গা'বো জীবনের প্রয়োজনে;
সকল আঁধার পোড়াবো এবার যৌবনের আগুনে।
যতো জরা আছে পৃথিবীর বুকে উপ্‌ড়িয়ে ফেলে দেবো রে,
মৃত্যুকে আজ অবহেলা করে সামনে এগিয়ে যাবো রে।
অনাগত যতো সুন্দর দিন,
আলোময় হবে, হবে যে রঙিন;
সত্যের পথে হবো আগুয়ান জীবন-মরণ রণে;
এসো নওজোয়ান, হয়ে আগুয়ান চেতনার পরশনে।


১৬/০২/২০২২
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)