সোনালী হাসির ঝরনা ছড়ালে দৃষ্টি-সীমাতে এসে,
আঘ্রানতার মধুর পিরিতি নিয়ে;
সুদূর আকাশে মেঘের মেয়েরা দল বেঁধে যায় ভেসে,
ডেকে যায় সুরে, ফিরে এসো তুমি প্রিয়ে।
শোভাময় দেহ ধূসর ধরাতে ছলকে ছলকে জাগে,
বিদ্যুৎলতা সৌদামনির প্রভা;
রাতের শিশিরে সিক্ত ধরণী অনন্ত অনুরাগে,
অন্ধকারের নির্জনে। মনোলোভা!
যুগে যুগে এসো, শত রূপে তুমি, শত নাম নিয়ে মর্ত্যে,
বিমুগ্ধ হই, শুধুই কামনা করি;
জীবনের সাথে বাঁধবো তোমাকে যে কোন জটিল শর্তে,
অথচ, অন্তে চলে যাও বিস্মরী।
হায়! মোহময় সোনালী হাসির অলৌকিক সম্ভার,
অশোক-দহন দাউ দাউ জ্বলে কেহই দেখে না আর।


১৮/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।